নিয়মিত অনুদান ফাউন্ডেশনকে টিকিয়ে রাখতে সবচেয়ে বেশি সাহায্য করে। নিয়মিত দানের অর্থেই মূলত সকল কল্যাণমুখী কার্যক্রম পরিচালিত হয়। নিয়মিত দানের জন্য কোনো অংক নির্দিষ্ট নেই, যে কোনো পরিমাণ দান করা যায়। আর যে কোনো ভালো কাজ অনিয়মিতভাবে বেশি করার চেয়ে নিয়মিতভাবে অল্প করা উত্তম।
অনেকে নিয়মিত দান করতে চান, কিন্তু মনে থাকে না বলে দান করা হয়ে ওঠে না। এখন থেকে বিকাশ-নগদ এবং ভিসা-মাস্টারকার্ড ব্যবহারকারীরা ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশনের ওয়েবসাইট থেকে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করে নিয়মিত দান করতে পারবেন। দৈনিক কিংবা মাসিক অপশন সিলেক্ট করে টাকার পরিমাণ সেট করে দিন। আপনি ভুলে গেলেও আপনার নির্ধারিত সময়ে নির্ধারিত পরিমাণ টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা হবে। চাইলে এই পদ্ধতিটি যেকোনো সময় বন্ধও করতে পারবেন।
এই খাতে দানের মাধ্যমে ফাউন্ডেশনের সকল কল্যাণমূলক কাজের অংশদার হতে পারবেন। কারণ এই তহবিল ফাউন্ডেশন পরিচালিত সকল কল্যাণমূলক কার্যক্রমের জন্য উন্মুক্ত থাকে।
০১৭১১৬১১৮৫৪
০১৭১১৬১১৮৫৪
20507770203461471 Shahporan, Sylhet