ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন একটি মানবকল্যাণমূলক, অরাজনৈতিক ও অলাভজনক সেবাধর্মী প্রতিষ্ঠান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর জীবনাদর্শ ও মানবসেবার শিক্ষা অনুসরণ করে এ প্রতিষ্ঠান দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি, সমাজসংস্কার, ইসলামী সংস্কৃতির বিকাশ, বহুমুখী শিক্ষাকার্যক্রম পরিচালনা, ত্রাণ বিতরণ, সাশ্রয়ী স্বাস্থ্যসেবা প্রদান, মাদক ও যৌতুকবিরোধী সচেতনতা তৈরি এবং মানবতার কল্যাণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। সর্বোপরি মৌখিক, লিখিত ও আধুনিক প্রচারমাধ্যমের মাধ্যমে মানুষকে আল্লাহর আনুগত্য এবং রাসূলের সুন্নাহর পথে আহ্বান জানিয়ে একটি কল্যাণমুখী আদর্শ সমাজ গড়ে তোলার জন্য নিরন্তর কাজ করে যাচ্ছে ইত্তেহাদুল উম্মাহ ফাউন্ডেশন; ইন শা আল্লাহ।